Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Conduct mobile courts/campaigns to implement fisheries law
Details

অদ্য ১৪/০৭/২০২১ খ্রি. তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অত্র উপজেলার গোপদিঘী ইউনিয়ন এবং ঢাকী ইউনিয়নের বিভিন্ন বিল ও হাওরে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী (রাজস্ব ও প্রকল্প) এবং মিঠামইন নৌ-পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টরসহ অন্যান্য নৌ-পুলিশ সদস্যবৃন্দ। অভিযানে প্রায় ৫/৬ লক্ষ টাকার  নিষিদ্ধ কারেন্ট জাল, খোনাবেড় জাল ও ম্যাজিক/চায়না দোয়ারা জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Images
Attachments
Publish Date
14/07/2021
Archieve Date
31/12/2021